English, asked by kingtanbir26, 6 months ago

খালেদ বলে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়। তােমার
পাঠ্যপুস্তকের আলােকে খালেদের কাজের মূল্যায়ন​

Answers

Answered by kousalyasspv
7

Answer:

sorry please say in english I can't understand

Answered by payalchatterje
0

Answer:

মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য হাসি-খুশি থাকা জরুরি। উত্তম কথা ও মন্দ পরিহার করে হাসি খুশি থাকা যায়। কিন্তু বর্তমান সময়ে এমন অনেক অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতা দেখা যায়, যেখানে কথা শুনলেই মানুষ হাসতে থাকে। আবার এমন অনেকে আছে, যারা মানুষকে হাসানোর জন্য ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরণের কথা বানিয়ে বলে থাকে। মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে কি?

মিথ্যা সব পাপের মা। কাউকে বিনোদন কিংবা হাসানোর জন্যও মিথ্যা বলা যাবে না। কারণ মানুষকে হাসানোর জন্য অসংযত কিংবা মিথ্যা কথা বলায় রয়েছে মারাত্মক ও ভয়াবহ পরিণতি। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তবে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব ব্যক্তিদের জন্য ধ্বংসের কথাটি দুই বার বলেছেন। একাধিকবার বলে অপরাধের ভয়াবহতা বুঝিয়েছেন। মানুষকে এসব কাজ থেকে বিরত থাকার প্রতিও ইঙ্গিত দিয়েছেন।

এক সময় মানুষ বিভিন্ন কিসসা-কাহিনী বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিতো। কিন্তু এখন তো মানুষ কথায় কথায় বিনা বাধায় মিথ্যা বলছে। মনে হয় যেন মিথ্যা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে।

যে ব্যক্তি যত বেশি অসংযত কিংবা মিথ্যা বলতে পারে তাকে তত পরিমাণ চতুর, বুদ্ধিমান মনে করা হয়। অথচ মিথ্যা, চালাকি বা ফাঁকিবাজি যে গোনাহের কাজ এসব মানুষের অন্তর থেকেও উঠে যেতে শুরু করেছে। যার ফলে ব্যক্তি পরিবার ও সমাজে মারাত্মকভাবে এ অভ্যাসে আক্রান্ত হচ্ছে।

মানুষকে হাসানোর জন্য কিংবা বিনোদন দেয়ার জন্য অসংযত কথাবার্তা বা মিথ্যা কথা বলায় গোনাহগারে পরিণত হচ্ছে মানুষ। পরিণামে সমাজে যেমন অশান্তি বিরাজ করছে তেমনি মানুষ উত্তম রিজিক থেকেও বঞ্চিত হচ্ছে। নানান সমস্যার সম্মুখীন হচ্ছে।

Similar questions