ব্যাখ্যা কর।
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব
উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।
Answers
Answer:
মায়ের উপরে বলা বিশেষ পক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি - তা বিশ্লেষণ কর।
উদ্দীপকে মায়ের বলা পক্রিয়াটির নাম হল অভিস্রবন পক্রিয়া। অভিস্রবন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে এর কারণ বিশ্লেষণ করা হল
পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ অভিস্রবন পত্রিয়ায় উদ্ভিদের কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে।
উদ্ভিদ এককোষী মূলরােম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ অভিস্রবন পত্রিয়ায় শােষণ করে।
অভিস্রবনের কারণে রসস্ফীতি ঘটে, ফলে উদ্ভিদের কান্ড ও পাতা সতেজ ও খাড়া থাকে।
পত্ররন্দ্র খােলা বা বন্ধ হওয়া অভিস্রবন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ হতে অন্য কোষে পানি চলাচল, কোষের বৃদ্ধি, কোষের স্বাভাবিক আকার ও আকৃতি রাখা কোষের দৃঢ়তা প্রদান, মাটি হতে রস উত্তোলন, বীজের অঙ্কুরোদগম প্রভৃতিতে অভিস্রবন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুতরাং দেখা যাচ্ছে যে, অভিস্রবন প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের সার্বিক শরীরবৃত্তীয় পক্রিয়াগুলাে নিয়ন্ত্রণ করে। তাই অভিস্রবন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।