ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব
উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।
Answers
Answer:
উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে মাটির ভেতরে কৈশিক পানি শোষণ করে। প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ সৃষ্টি হয় এবং এর ফলে পাতার কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ওই দ্বিতীয় কোষে আবার ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমেই মূলরোম পর্যন্ত বিস্তৃত হয় এবং চোষক সৃষ্টি হয়। এ চোষক শক্তির টানে কৈশিক পানি মূলরোমে ঢুকে যায়। মাটি থেকে মূলরোমের অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় এই পানি প্রবেশ করে। এভাবে মূলরোম থেকে মাটি মুখের কর্টেক্সে প্রবেশ করে। একইভাবে পানি অন্তঃত্বক ও পরিচক হয়ে কলাগুচ্ছে পৌঁছে যায়। পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে ওপ ও পাশের দিকে প্রবাহিত হতে থাকে। এভাবে পানি বিভিন্ন শাখা-প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে যায়। এ কাজে যে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে সেগুলো হলো অভিস্রবণ ও প্রস্বেদন।
Explanation:
Thank You
Hope you Understand