Math, asked by maxazizurrahman, 6 months ago

পরিমাপ ও এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর​

Answers

Answered by Anonymous
5

পরিমাপ ও এককের প্রয়োজনীয়তা হল নিম্নরূপ -

  • আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিসের মধ্যে ধ্রুবকতা স্থাপন করার জন্য পরিমাপ একান্ত রূপে প্রয়োজনীয়।
  • যেমন, কোন গাড়ি যদি কোন পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা সেই দূরত্ব পরিমাপ করলেই তার সাংখ্যমান পাবো এবং সেই সাংখ্যমানের সাহায্যে আমরা যে কাউকে সঠিকভাবে দূরত্বে পরিমাণ প্রকাশ করতে পারবো। যেমন কোন গাড়ি যদি এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা কাউকে বলতে পারব যে গাড়িটি এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং সেটি একটি যথাযথ বক্তব্য হবে। কিন্তু আমরা যদি এখন বলি কোন গাড়ি কলকাতা থেকে দিল্লির দূরত্ব অতিক্রম করেছে তাহলে আমরা কোন যথাযথ বক্তব্য পাবো না কারণ এখানে কোন সাংখ্যমান নেই যথার্থতা প্রমাণ করার জন্য।
  • আর,পরিমাপের জন্য আমাদের বিভিন্ন ধরনের মাপকাঠি প্রয়োজন। এই মাপকাঠিই হলো একক। একক না থাকলে বিভিন্ন ভৌত বস্তুর পরিমাপ সম্ভব নয়।
Similar questions