নারীর প্রতি সহিংসতা রোধে তোমার পাঠ্য সূচির আলোকে পর্দার বিধান বর্ণনা করো
Answers
Answer:
নারীর পতি সহিংসতা রোধে তোমার পাঠ্য সুচির আলোকে পদার বিধান করো
Answer:
নারীর প্রতি সহিংসতা রোধে তোমার পাঠ্য সূচির আলোকে পর্দার বিধান বর্ণনা :
পাঠ্য সূচির আলোকে আল্লাহ ও তাঁর রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার (ইচ্ছা) করার অধিকার থাকে না; আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে’। সত্যি বলতে হিজাব বা পর্দা ফরজ হওয়া সম্পর্কে এত বেশি আয়াত ও হাদিস উল্লেখিত হয়েছে এবং এর বিস্তারিত ব্যাখ্যা ও রূপরেখা সম্পর্কে এত বাণী ও বক্তব্য বিদ্যমান যে এ নিয়ে নতুন করে কিছু ভাবা ও প্রচারের যৌক্তিকতা নেই। মাহরাম ছাড়া সবার সাথেই পর্দা করতে হবে আল্লাহ তাআলা মুসলিম নারীর সম্মানার্থে এবং দুষ্ট লোকের অশিষ্ট আচরণ থেকে তার মর্যাদা রক্ষার্থে পর্দা ফরজ করেছেন। পর্দা যেমন পুরুষদের রক্ষা করে নারীর ফিতনা থেকে তেমনি নারীকেও নানা কষ্টদায়ক ব্যাপার থেকে রক্ষা করে । ইসলামে প্রতিটি মুসলিম নারীর জন্য বেগানা পুরুষের সামনে পূর্ণ পর্দা রক্ষা করা জরুরী। তারা হলেন মাহরাম ব্যতীত বাকি সবাই। আর মাহরামগণ হলেন : 1. পিতা। 2. দাদা। 3. স্বামীর পিতা তথা শ্বশুর। 4. স্বামীর সন্তান তথা বৈমাত্রেয় পুত্র। 5. নিজের পুত্র। 6. ভাই। 7. ভাইপো। 8. বোনপো। 9. চাচা-জ্যাঠা। 10. মামা।
নারী শব্দ সম্পর্কিত আরো প্রশ্ন:
1) https://brainly.in/question/21355206
2) https://brainly.in/question/49489359