তোমার পরিবারের আয়ের সঙ্গতি রেখে তোমার ছোট বোন বা ভাই এর জন্মদিনের অনুষ্ঠানে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন কর
Answers
Answered by
19
Answer:
অর্থ পরিবারের একটি অন্যতম ও প্রধান সম্পদ।প্রতিটি পরিবারের কমবেশি অর্থ বা টাকা-পয়সা আছে।অন্যান্য সম্পদের মতো অর্থ-সম্পদও অত্যন্ত সীমিত।এই সীমিত অর্থ দ্বারাই পরিবারের সব ব্যয় ভার মেটানো হয়।পরিবারের ছোট ভাই বা বোনের জন্মদিনের অনুষ্ঠান করতে হলে আমাদের অর্থ অনুযায়ী আগে বাজেট করতে হবে।পরিবারের আয় ও ব্যয়ের বাজেট থেকে আমাদের কিভাবে ছোট ভাই বা বোনের জন্মদিনের অনুষ্ঠান করা যায় সেই বাজেট প্রণয়ন করতে হবে।পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় এনে অর্থ পরিকল্পনা করতে হবে।
Answered by
3
Answer:
pari na
Explanation:
help me to learn the answer
Similar questions