সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখ।
Answers
Answered by
0
সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য হল নিম্নরূপ-
- কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের ওপর নির্দিষ্ট সময়ে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা থেকে কম হবে।
- কারণ, মূলধনের পরিমাণ নির্দিষ্ট সময়ের মধ্যেকার প্রত্যেক বছরে সরল মুনাফার ক্ষেত্রে একই থাকে।
- কিন্তু মূলধনের পরিমাণ নির্দিষ্ট সময়ের মধ্যেকার প্রত্যেক বছরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পূর্ববর্তী বছরের সুদ এবং মূলধনের সমষ্টির সমান হয়। এই সুদ ও মূলধনের সমষ্টির কারণের জন্য এই চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ সরল মুনাফার ক্ষেত্রে অনেক বেশী হয়ে থাকে।
- তাই,চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার থেকে বেশি।
Similar questions
Social Sciences,
4 months ago
Physics,
4 months ago
Math,
4 months ago
English,
8 months ago
Geography,
8 months ago