Physics, asked by ekraaratisha4, 5 months ago

বাংলাদেশ ও ভিয়েতান এর কৃষির তুলনা কর।​

Answers

Answered by sketch97
15

Explanation:

বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশের কৃষি উন্নয়ন ও গবেষণায় যথেষ্ট সমৃদ্ধ লাভ করেছে। ভিয়েতনাম ও বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে কৃষি সমাজ ও কৃষির অবদান অনেক। দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয়। তবুও দুই দেশের কৃষিতে কিছুটা পার্থক্য বিদ্যমান। নিচে তা উল্লেখ করা হল:

১) ২৫বছর আগে ভিয়েতনামের কৃষির অবস্থা ছিলো একদম না বলার মতো, কিন্তু ভিয়েতনামের কৃষি সমবায় ও সংগঠনের অবদানে কৃষির যথেষ্ট উন্নতি হয়।ঐ দেশের কৃষি সংগঠনগুলো সৃজনশীল ও অনেক শক্তিশালী,যেখানে বাংলাদেশের কৃষি সংগঠনগুলো এতোটা সংগঠিত নয়।

২)বাংলাদেশের কৃষি সংগঠনগুলো ভিয়েতনামের মতো তৎপর নয়। যদিও কৃষি সমবায় গুলো মাঠ পর্যায়ে কাজ করছে কিন্তু তা চোখে পড়ার মতো নয়। অন্যদিকে ভিয়েতনামের কৃষি সংগঠনগুলো কৃষিতে প্রচুর অর্থ ব্যয় করে এবং মাঠ পর্যায়ে কৃষকদের কৃষিনীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়ে থাকে। যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

Similar questions