বর্তমান বিশ্ব পরিস্থিতে তুমি ঘরের বাইরে বের হতে পারছো না। শখ পূরণের মাধ্যমে কিভাবে তোমার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে?
Answers
Answer:
ur fast is too much scary
Explanation:
I don't like change and those who don't like her face bro give thank I know your welcome
Answer:
বর্তমান বিশ্ব পরিস্থিতে তুমি ঘরের বাইরে বের হতে পারছো না। শখ পূরণের মাধ্যমে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ : বর্তমান বিশ্ব মারাত্বক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু মানুষের দৈনন্দিন জীবন তো আর থেমে নেই । মানুষকে প্রতিনিয়ত তার কর্ম করতে হচ্ছে। তাই এই পরিস্থিতিতে মানুষ নিজেকে সংকুচিত না রেখে তার কর্ম করতে হচ্ছে।আর আমরা সকল কাজ কর্ম করতে পারি অনলাইনের মাধ্যমে। যেহেতু বর্তমানে আমরা ডিজিটাল যুগে বাস করছি। পৃথিবীর যে কোন তথ্য আমরা আদান-প্রদান করতে পারি। এমনকি মে কোন সমস্যার সমাধান করতে পারি। তাই শখ পূরণের মাধ্যমে আমরা এসব কাজ করতে পারি খুব সহজেই । সুতরাং এভাবে আমাদের বুদ্ধিমত্তা ও সূজনশীলতার বিকাশ ঘটাতে পারি।
তরুণদের সৃজনশীলতা চর্চা সামাজিক সম্প্রীতি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন সৃজনশীল ব্যক্তির চিন্তাধারা ও ভাবনা সব জাতি,ধর্ম,গোত্রের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে অনুপ্রেরণা জোগায়। সৃজনশীলতা ব্যক্তির মনে উদারতা সৃষ্টি করে,বিশ্বমানবতার সেবায় কাজ করতে অনুপ্রাণিত করে, তার মাঝে বিশ্বভ্রাতৃত্ত্ববোধ গড়ে তোলে। ফলে সমাজের সকলের জন্য তার মনে সহযোগিতাপরায়ণ মনোভাব জেগে উঠে যা তাকে সমাজের সকলের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে আহবান জানায়।দেশের আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে সৃজনশীলতা চর্চার পথ সুগম করা অনিবার্য। সৃজনশীলতা মনোভাবাপন্ন ব্যক্তি ছাড়া ব্যক্তিগত ও জাতিগত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার যথাযথ সংস্কার আনয়নের মাধ্যমে প্রয়োগমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন করলে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার প্রতি উৎসাহ জাগবে যা অদূর ভবিষ্যতে দেশ ও জাতির সামগ্রিক উন্নতিতে বিরাট ভূমিকা রাখতে সক্ষম হবে।
এটি একটি বাংলা প্রশ্ন |
আরও দুটি বাংলা প্রশ্ন:
https://brainly.in/question/9179234
https://brainly.in/question/5630001