History, asked by mdborhanboss, 6 months ago

১. (ক) বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?
(খ) একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?
(গ) কিভাবে সেচের পানি অপচয় হয়? please give me the right answer in bangla please I need the answer of all questions
ফলগাছের গােড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ
দেওয়া হয়?
রুট সটক ও সায়ন বলতে কী বুঝ?
(ঘ) ২টি সবুজ সারের নাম লিখ​

Answers

Answered by Anonymous
3

Answer:

1. (A) Why are the people of Bangladesh called Bengali in fish and rice?

(B) How does agriculture play a role in building a society?

(C) How is irrigation water wasted? please give me the right answer in bangla please I need the

Answered by hajeraakter131
3

Answer:

 

(খ) সৃষ্টির আদিকাল থেকেই মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি কাজ যারা করে তাদের কৃষক বলে। কৃষক সমাজের মূল চালিকা শক্তি। কৃষির উপর নির্ভর করে কৃষক সমাজবদ্ধ হয়ে বসবাস করে। কৃষক একক পরিশ্রম করে যে ফসল ফলায় সামাজিকভাবে বা দলবদ্ধ হয়ে কাজ করলে তার দ্বিগুণ ফসল ফলানো সম্ভব। তাছাড়া, আদিম কালে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতো। প্রায় সকলেই কৃষির ওপর নির্ভর ছিল। ফলে বসবাস ও ফষল রক্ষায় অনেক অসুবিধায় পড়তে হতো। ফলে দিনে দিনে মানুষ একত্রে বসবাস শুরু করতে থাকে। ফলে একটি সমাজ গঠন হয়।

কৃষক মাঠে কাজ করে ফসল ফলায়, সেই ফসল দেশের সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। কৃষকের সঙ্গে কিষাণীরাও বাড়িতে হাঁস-মুরগি, গরু-ছাগল পালন করে, বাড়ির আঙ্গিনায় বা খেতে সবজি আবাদ করে, আবার পুকুরে মাছ চাষ করে নিজেদের ও সমাজের পুষ্টির চাহিদা পূরণ করে। শুধু মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে না। হাঁস মুরগি গরু ছাগল এর বিষ্ঠা ও গোবর দ্বারা ও সবুজ শাকসবজি গাছের লতাপাতা বিভিন্ন খর কোটা দিয়ে জৈব সার তৈরি করে জমির উর্বর শক্তি বৃদ্ধি করে। এর দ্বারা কৃষক যেমন লাভবান হয় তেমনি ভাবে সমাজ রাসায়নিক স্যারের বিরূপ প্রভাব থেকে মুক্ত থাকে সমাজের মানুষ সুস্থ ও সবল থাকে। সুস্থ ও সবল মনের মানুষ যে সমাজে বাস করে সে সমাজ ভালো সমাজ।

 

Similar questions