শ্রেণি: ৭ম
বিষয়: গণিত
এ্যাসাইনমেন্টের
ক্রম
অধ্যায় ও বিষয়বস্তুর
শিরোনাম
নির্দিষ্টকৃত কজি: এ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন/সৃজনশীল প্রশ্ন/অন্যান্য কর্মপত্র
মুল্যায়ন নির্দেশক
E
সৃজনশীল প্রশ্ন:
নির্ধারিত
কাজ-১
প্রথম অধ্যায়:
বর্গমূল, মূলদ ও অমূলদ
১।
১. একান্তর ও অনুরূপ কোণের ধারণা
ব্যবহার করে ত্রিভুজের অন্তস্থ ও
বহিঃস্থ কোণের সম্পর্ক নির্ণয় করতে
পারা।
B
D
২. প্রদত্ত বাহু ও কোণ ব্যবহার করে
ত্রিভুজ অংকন করতে পারা।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
বর্গমূলের ধারণা ব্যবহার
সমস্যার সমাধান করতে পারা।
২।
চতুর্থ অধ্যায়:
C
বাজ গণিতীয় রাশির গুণ ও চিত্রে, BA ও CE রেখায় পরস্পর সমান্তরাল।
(ক) Z BAC ও ZACE এর মধ্যে সম্পর্ক লিখ।
দেখাও যে, ZBAC +ZABC =ZACD
অষ্টম অধ্যায়:
(গ) প্রমাণ কর যে, ZABC + ZBCE = দুই সমকোণ।
সমান্তরাল সরলরেখা
একটি ত্রিভুজের দুইটি বাহু = = 32 সে:মি:, b = 4.5 সে:মি: এবং ZE = 30°
(ক) ZB এর সমান একটি কোণ আঁক।
(খ) একটি ত্রিভুজ আঁক যার দুইবাহ a ও b এবং এদের অন্তর্ভুক্ত কোণ 4s এর সমান হয়
(গ) এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং Ze এর বিপরীত বাহু = হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। সংখ্যার এককের স্থানে কোন্ অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?
২। "ক" এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে "ক" এর একক স্থানের অঞ্জটি কী কী হতে পারে?
৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?
৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে ?
৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে
সরিয়ে রাখতে হবে?
৬। x = 2. y = 3 হলে (3x - 2y) থেকে (- 2x - y) এর বিয়ােগফলের মান কত?
বীজগণিতীয় রাশির গুণ, ভাগ করতে
পারা।
Answers
Answered by
1
Answer:
hope it is helpful
thanks
Attachments:
Similar questions