কোন বিভাজনের সংঙ্গা সঠিকভাবে লিখতে পারার দক্ষতা
Answers
Answered by
2
Answer:
তুমি প্রশ্নটি ঠিকভাবে পড়তে পারো নি। তোমার কাছে কোষ বিভাজন লিখতে পারার দক্ষতা চায় নি। এই নির্দেশনাটি শিক্ষকদের জন্য।
Explanation:
কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে । যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে । বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ (Daughter cell) এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃ কোষ (Mother cell) বলে ।
কোষ বিভাজন ৩ প্রকার । যথাঃ- অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজন।
Similar questions