History, asked by sr896346, 6 months ago

রুট স্টক ও সায়ন বলতে কী বুঝ?
(ঘ) ২টি সবুজ সারের নাম লিখ।
সৃজনশীল প্রশ্ন:
সাথে সাথে গাছের পাতার রঙ কি হয় সুম পাতায় ছা
অবস্থা দেখে সিয়ামের চা পরিমিত মাত্রায় সার প্রয়ােগের
সিয়ামের টবে কোন পুষ্টি উপারতের অভাব ঘটেছে? ২
(খ) সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন কর।​

Answers

Answered by manjeetkanwar111
1

Explanation:

xmksल

  • वढनबबहधढृबृझएजऊऊ
Answered by payalchatterje
0

Answer:

রুট স্টক ও সায়ন :

রুট স্টক : জোর কলম করার ক্ষেত্রে অনুন্নত যে গাছের সঙ্গে জোরা লাগানো হয় সেই গাছটিকে রুট স্টক বলে। সায়ন : যে অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হয় তাকে সয়ন বলে। জোড়া কলম করতে দুইটি পৃথক গাছকে একত্রে জোড়া লাগানো হয়। এই পৃথক দুইটি গাছের অংশের একটিকে রুট স্টক বলে এবং অন্যটিকে সায়ন বলে।

টি সবুজ সার:

1) জৈব সার বা কম্পোস্ট সারঃ গোবর, কম্পোস্ট, আবর্জনা,খড়কুটা, আগাছা পচিয়ে জৈব সার তৈরী করা হয়। 2) রাসায়নিক সারঃ এই ধরনের সারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে।

সিয়ামের টবে মরিচগাছগুলো আয়রন বা লৌহ পুষ্টির অভাব ঘটেছে। কারন গাছে আয়রন বা লৌহ পুষ্টির অভাব হলে কচি পাতার সবুজ রঙ বিবর্ণ হয়ে যায় এবং পরে সমগ্র পাতায় ছড়িয়ে পরে।

আয়রন বা লৌহ গাছের সবুজ কণিকা (ক্লোরোফিল) গঠন করে। বীজ উৎপাদনে এবং ফলের গুণগত মান বাড়ায়। শিকড় বৃদ্ধিতে সহায়তা করে।

সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন :

সিয়ামের মরিচগাছগুলো অবস্থা দেখে তাঁর চাচার সঠিক মাত্রায় সার প্রয়োগের পরামর্শটি যথার্থ। কারণ: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য গৌণ পুষ্টি উপাদান (আয়রন বা লৌহ, তামা, দস্তা বোরন, ম্যাঙ্গানিজ) অল্প মাত্রায় প্রয়োজন। তাই গাছের পরিপূর্ণ বৃদ্ধিতে সঠিক মাত্রায় সার × য়োগ করা উচিত।

এটি একটি বাংলা প্রশ্ন |

বাংলা ভাষা সম্পর্কে আরও জানুন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions