আন্টার্টিকা মহাদেশের স্থায়ী বাসিন্দা
Answers
Answered by
1
Penguins Birds..
Explanation:
এখানকার স্থায়ী বাসিন্দা হল একমাত্র পেঙ্গুইন পাখি । এই পাখি গুলি ভাল উড়তে পারেনা, ভাল সাঁতার কাটতে পারে । প্রায় ১৭ রকমের পেঙ্গুইন পাখি অ্যান্টার্কটিকার পাওয়া যায় । এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সবথেকে বড়ো হয় । পেঙ্গুইনদের ঠাণ্ডা থেকে বাঁচার জন্য ত্বকের নীচে পুরু চর্বির স্তর থাকে । সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে । সমুদ্রে প্রচুর মাছ, তিমি, ক্রিল, সীল, সামুদ্রিক পাখি ইত্যাদি দেখা যায় । ক্রিল জাতীয় চিংড়ি এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায় । পেঙ্গুইনদের প্রধান খাদ্য হল এই ক্রিল.
- I HOPE IT HELPS YOU :)
- LIKE,VOTE,FOLLOW PLEASE.
- MARK MY ANSWER BRAINLIST PLEASE.
- ❤❤❤❤❤❤❤❤
Similar questions