Science, asked by begummarjahan85, 6 months ago

নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে
দেখল, ছােট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা
হয়েছে সেতার মায়ের কাছে জানল, কোষ
বিভাজনের কারনে এমন হয়েছে। পরে মা
গাছটিতে কিছু জৈব সার প্রয়ােগ করলেন। মেয়ে
মাকে জিজ্ঞেস করল, “মা, তুমি মাটিতে সার দিচ্ছে,
কিন্তু তা পাতায় পৌছৰে রে মা জানালেন
* এক বিশেষ গুরমায়
-
১।
ক) কোষ বিভাজন কাকে বলে?
খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হাস মূলক
বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী
ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে।
গু
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব
উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।
ৰণ​

Answers

Answered by fajlulkarim227
0

Explanation:

  1. এই উত্তরটা অনেক বড় ইউটিউবে পাবেন
Similar questions