১। আমাদের প্রশ্বাস নিতে এবং উদ্ভিদের বৃদ্ধিতে বাতাস প্রয়ােজন। আমাদে
দেহের একটি বিশেষ অঙ্গ দেহ ও প্রকৃতির মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটায়।
ক) পেরিঅস্টিয়াম কী ?
খ) হাতের কনুইকে দরজার কার সাথে তুলনা করা হয়েছে কেন ?
ব্যাখ্যা কর।
গ) আমাদের দেহের বিশেষ অঙ্গে কিভাবে গ্যাসীয় বিনিময় ঘটে-
বর্ণনা কর।
ঘ) অঙ্গটির কাজের একটি বিশেষ নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে- ব্যাখ্যা কর
Answers
Answer:
Explanation:
সব তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, একে পেরিকন্ড্রিয়াম বলে।
কবজা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সঙ্গে আটকে রাখে, তেমনি হাতের কনুই দুটি অস্থিকে সংযুক্ত রাখে। তাই হাতের কুনইকে দরজার কবজার সঙ্গে তুলনা করা হয়েছে।
ফুসফুস মেরুদণ্ডী প্রাণীর একটি অঙ্গ যা শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এই শ্বাসযন্ত্রটির প্রধান কাজ হলো বাতাস থেকে অক্সিজেনকে রক্তপ্রবাহে নেওয়া এবং রক্তপ্রবাহ হতে কার্বন ডাই-অক্সাইডকে বাতাসে নিষ্কাশন করা। এই গ্যাস আদান-প্রদান করা হয় বিশেষায়িত কোষ দ্বারা তৈরী, খুবই পাতলা দেয়াল বিশিষ্ট লক্ষাধিক বায়ু থলির দ্বারা যাকে অ্যালভীওলাই বলে। এর শ্বাসকার্য ছাড়া অন্য কাজও আছে। ফুসফুস সংক্রান্ত মেডিকেল পরিভাষা শুরু হয় পালমো- (pulmo-),[ল্যাটিন-পালমোনারিয়াস (pulmonarious) (“ফুসফুসের”)] অথবা নিউমো- (pneumo-) দ্বারা।