Chemistry, asked by biswasmita568, 6 months ago

বায়োডিগ্রেডেবল কাকে বলে ?​

Answers

Answered by bgdas2020
3

Answer:

The objects which decomposes when came in contact with soil and don't pollute the environment are known as biodegradable.

Hope it helps you...

Please mark my answer as brainliest and follow me

Answered by ritaranisinha
2

Answer:

যেসব পলিমার সূর্যের আলো এবং প্রাকৃতিক ভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিযোজিত হতে পারে তাদেরকে বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয়।

Explanation: আধুনিক গবেষণায় দেখা গেছে, অন্যান্য প্লাস্টিকের তুলনায় বায়োডিগ্রেডেবল প্লাস্টিক অধিক সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। পৃথিবীতে ব্যবহৃত প্লাস্টিকের মধ্যে শতকরা ১৫ ভাগেরও কম পরিমাণ প্লাস্টিক পুনরায় ব্যবহার উপযোগী করে ব্যবহৃত হয়।

বাকি ৮৫ ভাগ প্লাস্টিক ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়া হয় এবং তা এক সময় মাটির নিচে চাপা পড়ে যায়। না পচে ভূগর্ভে থেকে যায় দীর্ঘকাল। এগুলো তখন মাটির অভ্যন্তরে ফসল উৎপাদন ও বৃক্ষের জন্য অতি প্রয়োজনীয় নাইট্রোজেন, অক্সিজেনসহ বিভিন্ন গ্যাস চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। ফলে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে। নালা-নর্দমাকে বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে।

এছাড়াও বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের মোড়ক ও পাত্রে রাখা খাদ্য সামগ্রী গ্রহণের ফলে নানা ধরনের ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে। প্লাস্টিক সামগ্রীর এত ক্ষতিকর দিক থাকা সত্ত্বেও এবং কঠোর আইন করেও এর উৎপাদন ও ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।

এ অবস্থায় বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হতে পারে এ সমস্যার সঠিক সমাধান, যা আমাদের পরিবেশ ও অর্থনীতি দুটোকেই মজবুত ও টেকসই করবে। এই প্লাস্টিক খুব সহজেই পরিবেশের সঙ্গে মিশে যাবে; ফলে মাটি বা পানি কোনোটাই দূষিত হবে না। পরিবেশ রক্ষার জন্য বায়োডিগ্রেডেবল প্লাস্টিক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হচ্ছে বায়ো-প্লাস্টিক সমন্বিত; যা নবায়নযোগ্য কাঁচামাল থেকে তৈরি। পরিবেশের অণুজীবগুলো বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের কাঠামো ভেঙে ফেলে, ফলে এগুলো পচে যায় এবং ঐতিহ্যবাহী প্লাস্টিকের তুলনায় পরিবেশের পক্ষে কম ক্ষতিকারক।

এটি মাটির সঙ্গে সহজেই মিশে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রাকৃতিক উদ্ভিদ সামগ্রী থেকে তৈরি করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কর্ন, কমলার খোসা, স্টার্চ এবং গাছপালা।

সাধারণ প্লাস্টিক রাসায়নিক ফিলার দিয়ে তৈরি করা হয়, যা গলানোর সময় পরিবেশের ক্ষতি করে; কিন্তু বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির সময় প্রাকৃতিক উৎস থেকে এমন একটি পদার্থ পাওয়া যায়, যা এই রাসায়নিক ফিলারগুলো ধারণ করে না এবং পরিবেশের জন্য ঝুঁকিও বহন করে না। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির সমস্ত উপকরণ ভালোভাবে গলিয়ে বিভিন্ন আকারের প্লাস্টিকের পানির বোতল এবং বাসনের ছাঁচে ঢেলে দেয়া হয়; এভাবেই তৈরি হয় বায়োডিগ্রেডেবল প্লাস্টিক পণ্য

Similar questions