Science, asked by mehejabinislam2435, 6 months ago

৪। বয়:সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা
প্রয়ােজন কেন? এ সময় স্কুলের সাথে খাপ-
খাওয়ানােয় তুমি কী কী করতে পারাে?​

Answers

Answered by sishuvo125
19

Answer:

বয়ঃসন্ধিকাল

১৮/১৯ বছর বয়স কে কৈশোর কাল বলা হয়। এই কৈশোরকালেরই অপর নাম বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল দ্রুত পরিবর্তনের সময়। এ সময় শারীরিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো ওজন ও উচ্চতা বৃদ্ধি এবং বিভিন্ন যৌনাঙ্গের পরিবর্তন। অন্যান্য সকল পরিবর্তনের মত যৌন পরিবর্তনও একটি বিকাশ। এই পরিবর্তনের মধ্যে দিয়ে একটি শিশু পূর্ণবয়স্ক ব্যক্তিত্বে পরিণত হয়।

বয়ঃসন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানার প্রয়োজনীয়তা

  • এই পরিবর্তনের ধরন ও কারণ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মনটা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে।
  • এ বয়সের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে জানলে আমাদের পূর্ব প্রস্তুতি থাকবে।
  • সহজভাবে পরিবর্তনকে মেনে নিতে পারব এবং পরিবর্তন সম্পর্কে কোনো দুশ্চিন্তা থাকবে না। সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারব।
  • অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারব।

এসময় স্কুলের সাথে খাপ খাওয়ানোর জন্য আমি যা যা করবো

আমরা বছরে প্রায় ১০০০ ঘণ্টার বেশি সময় কাটাই। স্কুলের পরিবেশ যদি খাপ খাওয়ানো যায় তবে পরবর্তী জীবনেও ভালোভাবে খাপ খাওয়ানো যাবে। আবার স্কুল জীবনের সফলতার ওপর পরবর্তী জীবনের সফলতা নির্ভর করে।

শিক্ষকের প্রশংসা ও উৎসাহ স্কুলের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ায়। লেখাপড়ায়ও সফলতা দেয়। এ লক্ষ্যে আমাদের যা যা করণীয়:–

  • ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের পাঠদান শোনা। সহপাঠীদের সাথে সবকিছু শেয়ার করা।
  • যেকোনো ধরনের অস্পষ্টতা থাকলে শিক্ষকের কাছে বুঝে নেওয়া। শিক্ষকের প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেওয়া।
  • দলীয় কাজে নিজের দায়িত্ব বুঝে নেওয়া ও যথাযথভাবে তা পালন করা।
Similar questions