Physics, asked by mjulekha08, 4 months ago

হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসার ফলে বুদবুদের আয়তন বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা কর​

Answers

Answered by RiddhiRathi14
1

Answer:

which language is it dude

please hav an translation

Answered by Mahi097
0

Answer:

Explanation:আমরা জানি,কোনো মাধ্যমের তলদেশে সেই মাধ্যমের পৃষ্ঠের তুলনায় চাপ বেশি

থাকে।

ধরি,P1=উপরিতলের চাপ,

V1=উপরিতলের আয়তন,

V2=তলদেশের চাপ,

P2=তলদেশের আয়তন।

এখন,

P1×V1=P2×V2

বা,V1/V2=P2/P1

অর্থাৎ, উপরিতলে বা পৃষ্ঠে আয়তন বেশি হলে তলদেশে চাপ বেশি হবে অর্থাৎ তলদেশে আয়তন কম হবে(V2=(P1×V1)/P2

আবার,তলদেশে আয়তন কম হলে উপরিতলে চাপ কম হবে অর্থাৎ উপরিতলে আয়তন বেশি হবে। V1=(P2×V2)/P1।

অতএব,উপরোক্ত সমীকরণ থেকে বোঝা যায় তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে বুদবুদের আয়তন বৃদ্ধি পায়।

Similar questions