Social Sciences, asked by ycome85, 5 months ago

বন্যা কি?বন্যা কাকে বলে?​

Answers

Answered by Anonymous
12

Answer:

পৃথিবীর স্থলভাগ জলপ্লাবিত হলে তাকে বলা হয়ে থাকে বন্যা অথবা বান। এটি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ।

বাংলাদেশে সংঘটিত বন্যাকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়:[১]

মৌসুমি বন্যা

আকস্মিক বন্যা

জোয়ারসৃষ্ট বন্যা

বাংলাদেশের বন্যা সংঘটনের জন্য দায়ী কারণগুলির মধ্যে রয়েছে:[১]

নিম্ন উচ্চতাবিশিষ্ট ভূসংস্থান

ভারি বৃষ্টিপাত

হিমালয়ে তুষার গলন এবং হিমবাহের স্থানান্তর সংঘটন;

পলি সঞ্চয়নের ফলে নদনদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া ইত্যাদি

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

বন্যার উপকারিতা:- আমাদের মাটির নিচে পানির পরিমাণ ঠিক মতো রাখতে হবে। বন্যা হলে তা রিচার্জ হয়। ফসল উৎপাদনে মাটির উর্বরতা কমে যায়। বন্যা হলে মাটিতে পলি পড়ে। মাটি রিচার্জ হতে বন্যার প্রয়োজন। তাই সীমিত বন্যার প্রয়োজন রয়েছে।”আবার বন্যার পানি রাস্তা ঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়।

Hope this helps ✌️✌️✌️

please mark me as brainlist and follow

Stay safe stay blessed ❤️

Answered by qwmagpies
13

স্থলভুমি জল দ্বারা প্লাবিত হলে তাকে বন্যা বলে।

  • বিভিন্ন কারনে জলের পরিমান বেশি হলে তা স্থলভুমিকে প্লাবিত করে। এই পরিস্থিতিকে বন্যা বা বান বলা হয়।
  • বন্যার কারনগুলি হল-
  • অতিরিক্ত বৃষ্টির কারনে বন্যা হতে পারে।
  • গাছ কাটার জন্য স্থলভুমির জল ধরে রাখার ক্ষমতা কমে যায় ও বন্যা দেখা যায়।
  • সমুদ্রের জলের পরিমান বৃদ্ধি পেলে বন্যা দেখা যায়।
  • বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রনে রাখতে হলে আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে এবং পরিবেশ দূষন বন্ধ করতে হবে।
Similar questions