অষ্টক সূত্র কাকে বলে
Answers
Answered by
63
রাসায়নিকভাবে সুস্থিতি লাভের উদ্দেশ্যে পর্যায় সারণীর H, Li ও Be ছাড়া অন্যান্য মৌল নিজ নিজ যোজ্যতা-কক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজ্যতা-কক্ষ থেকে ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন-জোড় গঠনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস তথা সর্ববহিস্থ কক্ষে অষ্টক পুর্তির প্রবণতা দেখায়, একেই যোজ্যতার অষ্টক সূত্র বলে।।
Answered by
3
পর্যায় সারণির মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পর পর সাজালে দেখা যায়, নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্মের মিল আছে। একেই ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সুত্র বলে। ।
পর্যায় সারণি তালিকা অনুসারে Li -কে প্রথম মৌল ধরে পরের অষ্টম মৌল হয় Na, আবার Na -কে প্রথম মৌল পরের অষ্টম মৌল হয় K । প্রকৃতপক্ষে দেখা যায় Li, Na এবং K -এর মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের অনেক মিল আছে।
Similar questions