Geography, asked by tp2637727, 6 months ago

গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো

Answers

Answered by ItsBrainest
7

Explanation:

দক্ষিণে গঙ্গা নদীর গতিপথ:

গঙ্গা ভারতে দীর্ঘতম ও বৃহত্তম নদী ।

পৃথিবীর ৩৯তম দীর্ঘ নদী গঙ্গা ।

গঙ্গার দৈর্ঘ্য : ২,৫২৫ কিমি

উৎপত্তি : কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের (গঙ্গোত্রী হিমবাহের হিমবাহের উচ্চতা ৭,০১০ মিটার) গোমুখ গুহা হতে ভাগীরথী নদীর সৃষ্টি । এই জলধারা সংকীর্ণ গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে মিলিত হয়ে গঙ্গা নাম প্রবাহিত হয়েছে ।

অলকানন্দা হল অলকানন্দা, পিন্ডার ও মন্দাকিনীর মিলিত প্রবাহ ।

অলকানন্দা - বদ্রীনাথের নিকট অলকানন্দা হিমবাহ থাকে উৎপন্ন

পিন্ডার - পিন্ডের হিমবাহ থাকে উৎপন্ন

মন্দাকিনী - কেদারনাথের নিকট ঘোড়াবাড়ি হিমবাহ থাকে উৎপন্ন

প্রবাহপথ : গঙ্গা নদীর গতিপথে তিনটি প্রবাহ নিৰ্দিষ্ট ভাবে লক্ষ্য করা যায় । সেগুলো হলো -

১) উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ

২) মধ্য গতি বা সমভূমি প্রবাহ

৩) নিন্ম গতি বা ব-দ্বীপ

এখন উপরিউক্ত প্রবাহগুলো আলোচনা করা যাক -

১) উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ :

উৎপত্তি স্থান থাকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ । এই ভাবে পার্বত্য প্রবাহে ২৫০ কিমি প্রবাহিত হওয়ার পর হরিদ্বারের নিকট নাগটিব্বা ও শিবালিক পাহাড় অতিক্রম করে গঙ্গা সমভূমিতে প্রবেশ করেছে ।

২) মধ্য গতি বা সমভূমি প্রবাহ :

হরিদ্বার থাকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যপ্রবাহ।

সমভূমিতে প্রবেশ করে গঙ্গা প্রথমে দক্ষিণ - পূর্বে ও পড়ে পূর্বে প্রবাহিত হয়েছে । এই অঞ্চলে গঙ্গার ডান ও বামতীরে অনেক উপনদী মিলিত হয়েছে ।

৩) নিন্ম গতি বা ব-দ্বীপ:

অতঃপর রাজমহল পাহাড়ের নিকট পশ্চিমবঙ্গে প্রবেশ করে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখাতে বিভক্ত হয়েছে । প্রধান শাখা পদ্মা নাম বাংলাদেশ এ প্রবেশ করে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে মিশেছে । অন্য শাখাটি পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করে ভাগীরথী -হুগলী নাম ও পরে হুগলী নাম কলকাতা ও হাওড়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গপোসাগরে মিলিত হয়েছে। রাজমহল পাহাড় থাকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিন্ম গতি ।

Answered by subhasmd
1

Answer:

গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কারন,

গঙ্গা নদীর তিনটি গতিপথই আছে ৷

গঙ্গা নদীর উপত্তি (i) গঙ্গা নদীর উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত এর উচ্চ প্রবাহ ।

(ii) হরিদ্বার থেকে বিহারের রাজমোহল পাহাড পর্যন্ত এর মধ্য প্রবাহ।

(iii) রাজমোহল পাহাড় থেকে মোহানা পর্যন্ত এর নিম্ন প্রবাহ ।

Similar questions