নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা কর
Answers
Answered by
20
Answer:
সেলুলোজ হচ্ছে উদ্ভিদ দেহের এক প্রকার কার্বহাইড্রেট দিয়ে গঠিত তন্তু। কিন্তু নাইলন এই ধরনের কোন প্রাকৃতিক সেলুলোজ থেকে তৈরি নয়। নাইলন সাধারনত এডিপিক এসিড এবং হেক্সামিথিলিন ডাই এমিন নামক রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে পলিমার যৌগ তৈরি করা হয় এটি সুক্ষ্ম তন্তুর ন্যায় লম্বা পলিমার। এই পলিমারজাতক তন্তুকে নাইলন বলে।
যেহেতু এটি উদ্ভিজ্য সেলুলোজ বিহীন এবং কৃত্রিম ভাবে তৈরি। তাই একে নন-সেলুলোজিক তন্তু বলা হয়।
Similar questions