History, asked by ganeshruidas1121996, 6 months ago

১ানীচের প্রশ্নগুলির উত্তর দাও :
ক) কুতুবউদ্দিন আইবক কোন্ শহরটিকে কেন্দ্র করে দিল্লি শহরটির প্রতিষ্ঠা করেন ?
খ) আইন-ই-আকবরি’ গ্রন্থটির রচয়িতা কে ?
গ) জাহাঙ্গীরের রাজসভায় কোন বিদেশি দূত এসেছিলেন ?
ঘ) মালিক কাফুর কে ছিলেন ?
ঙ) আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কী ছিল ?
চ) বাংলার প্রথম স্বাধীন সুলতান -এর নাম কী ?​

Answers

Answered by ananyasharma427
6

Answer:

 \huge \underline{ \red{answer}}

➡এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর এবং দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহানগর অঞ্চল।এটি বিশ্বের ভারতের ৩য় বৃহত্তম শহরাঞ্চলও বটে।[৮][৯][১০] দিল্লির নগরাঞ্চলীয় প্রসার এতটাই বেশি যে পার্শ্ববর্তী রাজ্যগুলির শহরও এই অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৪ সালের হিসেব অনুসারে, বৃহত্তর দিল্লির জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৫০ হাজার।[১১] মুম্বই শহরের পরেই দিল্লিতে ভারতের দ্বিতীয় সর্বাধিক সংখ্যায় কোটিপতি ও লক্ষপতিরা বসবাস করেন।

➡আইন-ই-আকবরি (ফার্সি: آئینِ اکبری) খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনাসমৃদ্ধ একটি নথি। এই গ্রন্থের রচয়িতা ছিলেন আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবন মুবারক।[১] এটি আবুল ফজল রচিত গ্রন্থ 'আকবরনামার তৃতীয় তথা বিস্তারিত শেষ খণ্ড। আইন-ই-আকবরি তিন ভাগে বিভক্ত

➡ নুরুদ্দীন মহম্মদ সেলিম[১] বা জাহাঙ্গীর (আগস্ট ৩০, ১৫৬৯ – অক্টোবর ২৮, ১৬২৭) ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি ১৬০৫ সাল থেকে তার মৃত্যু অবধি ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন।

➡মালিক গফুর (১৩১৬ সালে মৃত্যু) দিল্লি সুলতান আলাউদ্দিন খিলজির একজন সেনাপতি ছিলেন। তিনি ছিলেন একজন খোঁজা করা দাসী, খিলজির দাসী সেনাপতি হিসেবেই তিনি ছিলেন সম্যধিক পরিচিত। ১২৯৯ সালে আলাউদ্দিন খিলজি গুজরাট দখল করেন এবং তার সেনাপতি নুসরাত খান এই মালিক গফুরকে নিজের দাস বানান। গফুর ১৩০০ শতাব্দীর শুরুর দিকে খ্যাতিমান হয়ে ওঠেন।

➡জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ( নাস্তালিক:- جلال الدین محمد اکبر الاعظم(হিন্দী:- 'जलालुद्दीन मोहम्मद अकबर' )ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক।পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেণ। বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ার সাম্রাজ্য বিস্তার করতে থাকেন।

➡ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের

Similar questions