ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কেন নিতে হয়েছিল
Answers
Answer:
সেই পঞ্চাশের দশকে, জওহরলাল নেহরু মোটেও অন্তর থেকে সমর্থন করেননি অন্ধ্র কিংবা অন্ধ্রপ্রদেশের সিদ্ধান্ত। অন্ধ্র গঠন ও অন্ধ্রপ্রদেশ গঠন, দুই ক্ষেত্রেই তাঁর গভীর খুঁতখুঁতানি ছিল, এবং দুটি সিদ্ধান্তই হয় তাঁর মতের বিরুদ্ধে, পরিস্থিতির চাপে। মাদ্রাজ থেকে তেলুগু-ভাষী অঞ্চলগুলিকে আলাদা করে নিয়ে যখন পৃথক প্রদেশ অন্ধ্র রাজ্য তৈরি হল ১৯৫৩ সালের ১ অক্টোবর, কুর্নুল হল রাজধানী, প্রধানমন্ত্রী নেহরু রাজাগোপালাচারিকে লিখলেন, “আমি নিশ্চিত যে কাজটা ভাল হচ্ছে না।” আবার ১৯৫৬ সালের ১ নভেম্বর যখন হায়দরাবাদ ও তেলঙ্গানা অঞ্চলকে রায়লসীমা ও অন্ধ্র উপকূলের সঙ্গে যুক্ত করে অন্ধ্রপ্রদেশ তৈরি হল, হায়দরাবাদ হল রাজধানী, তখনও নেহরু অপ্রসন্ন হলেন। তাঁর মনে হল, সমাজ ইতিহাস সংস্কৃতি অর্থনীতি সব রকম বৈষম্য থাকা সত্ত্বেও কেবল ভাষার দাবিতে তেলঙ্গানাকে অন্ধ্র রাজ্যের সঙ্গে জুড়ে দেওয়ার কোনও যুক্তি নেই, ব্যাপারটার মধ্যে যেন রীতিমত ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনের গন্ধ’ আছে। কিন্তু তবু ঘটনাটা ঘটলই যখন, তাঁরই নির্দেশে কতকগুলি শর্ত রাখা হল, বিশালান্ধ্র-পন্থী ও তেলঙ্গানা-পন্থী দুই পক্ষের মধ্যে ভদ্রলোকের চুক্তি রইল, যাতে, নেহরুরই ভাষায়, ‘বিবাহবিচ্ছেদের অবকাশ’টুকু রাখা যায়।