ক. স্লিভার কাকে বলে?
থ, নাইলনকে নন সেলুলােজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা কর।
Answers
Answer:
লিনেন জাতীয় সুতাকে অত্যান্ত সুক্ষ্ম এবং মিহি করার জন্য কার্ডিং খুব সরু ছিদ্র পথে এক ধরনের ব্যবস্থাপনায় বিশেষ ধরনের কম্বিং করা হয় একে হেলকিং বলে এর ফলে তন্তু পাতলা আস্তরের মত হয় একে স্লাইভার বা স্লিভার বলে।
2nd tar answer : যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় সেগুলোই নন সেলুলোজিক তন্তু। যেমন: নাইলন।
এপিডিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাই অ্যামিনের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয়।
Hope so it's helpful for you and please mark me as a brilliant.....