বেদুইন শব্দের অর্থ কী
Answers
Answered by
1
Explanation:
বেদুইন বা বেদুঈন বা বেদুয়িন (ইংরেজি: Bedouin) আরবের একটি যাযাবর জাতি। সাধারণতঃ বেদুঈন লোকজন উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বসবাস করেন। নিজেদেরকে তারা তাবুর লোক হিসেবে পরিচিতি ঘটান। সম্ভাব্য কারণ হতে পারে যে, তারা এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরে অভ্যস্ত ও স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার মানে - এ জাতিগোষ্ঠী বাড়ীতে বসবাস না করে সর্বত্র ঘুরে বেড়ান ও তাবুর নিচে বাস করেন। বেদুঈনরা সর্বদাই মরুভূমির জাহাজ হিসেবে খ্যাত উটে চড়ে বেড়ান এবং ভেড়া, ছাগল, গবাদিপশু লালন-পালন করেন ও বিক্রয় করেন। বর্তমানে অনেক বেদুঈন জনগোষ্ঠী যাযাবর জীবন ছেড়ে দিচ্ছেন এবং শহরাঞ্চলে অবস্থান করছেন। কিন্তু অধিকাংশই বেদুঈন হিসেবে তাদের পরিচিতিকে ভুলে যাননি এবং তারা উত্তরাধিকারী হিসেবে গর্বিত।
Similar questions