History, asked by rohanmufti12345, 6 months ago

ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ​

Answers

Answered by eithineithin897
1

Answer:

ওয়াহাবী আন্দোলন (আরবীঃ وهابية ওয়াহাবিয়াহ) হচ্ছে ধর্মীয় আন্দোলন বা ইসলামের একটি শাখাগোষ্ঠী[১][২] যা অর্থোডক্স, ধর্মের দিক থেকে অতিচরমপন্থী,"[৩] বিশুদ্ধবাদী,"[৪][৫] একেশ্বরবাদীর উপাসনার জন্য ইসলামী পূনর্জাগরণ,[৬] চরমপন্থী আন্দোলন[৭] ইত্যাদি নামে পরিচিত। ইবনে তাইমিয়া এবং আহমাদ ইবনে হানবাল এর শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে[৮] এই মতবাদে বিশ্বাসীরা ইসলামের মূলধারা থেকে বিচ্যুতদেরকে কোরআন ও হাদিসের বর্ণিত পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়।

বিশ্বের ওয়াহাবী মতবাদে বিশ্বাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে[৯] বাস করে। সৌদি আরবের ২২.৯%, কাতারের ৪৬.৮৭%,[৯] আমিরাতের[৯] ৪৪.৮%, বাহরাইনের ৫.৭%, কুয়েতের[৯] ২.১৭% জনগণ ওয়াহাবী পন্থী। সৌদি আরবের ওয়াহাবী পন্থী লোকের বেশীর ভাগ নজদ অঞ্চলে বাস করে।[৯] সৌদি আরব, কাতার,[১০] শারজাহ এবং রাস আল খাইমাহ তে ইসলামের অফিশিয়াল সংস্করণ হচ্ছে ওয়াহাবী মতবাদ।

Similar questions