১) সঠিক উত্তরটি নির্মাণ করো।
৯.১) শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হলাে ক) জেন্দাবেস্তা খ) ত্রিপিটক গ) গ্রন্থসাহেব।
১২) মীরাবাঈ জন্মগ্রহণ করেছিলেন রাজস্থান খ) গুজরাট গ) পাৰে।
১.৩) গিরিধারী লাল নামে প্রসিদ্ধ ছিলেন ক) চৈতন্যদেব খ) শ্রীকৃষ্ণ গ) গুরু নানক।
১.৪) রবিদাস শিষ্য দিলেন ক) কবিরের খ) চৈতন্যদেবের গ) রামানন্দের।
১.৫) কবির দোহা রচনা করেছিলেন ক) পালি ভাষায় খ) হিন্দি ভাষায় গ) সংস্কৃত ভাষায় ।
৯.৬) ভারতবর্ষে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ক) মইনুদ্দিন চিশতী খ) নিজামুদ্দিন আউলিয়া গ)
নিজাম উদ্দীন চিরাগ ।
১,৭) চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন ক)১৪৭৫ খ্রিস্টাব্দে খ) ১৪৮৫খ্রিস্টাব্দেগ)১৪৯৫ খ্রিস্টাব্দে।
১, ৮) অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিযেছিলেন ক) দামােদর দেব থ) মাধবদেব গ) শ্ৰীমন্ত শংকরদেব।
১৯) সাসারামে সমাধি সৌধ নির্মাণ করেদিলেন ক) শেরশাহ খ) বাবর গ) ইলতুৎমিস|
১,১০) সম্রাট আকবরের সর্বধর্ম সমন্বয় এর প্রতীক হল ক) ফতেপুর সিক্রি খ) বুলন্দ দরওয়াজা গ) আমি
মসজিদ।
১.১১) চারমিনার অবস্থিত ক) বিদারে খ) বিজপুরে গ) হায়দ্রাবাদে ।
১.১২) শিরিন কলম নামে পরিচিত ছিলেন ক) যশবন্ত খ)বসওযান গ) আব্দুস সামাদ।
১,১৩) রামাযণ বাংলায় অনুবাদ করেন ক) কাশীরাম দাস খ) কৃত্তিবাস ওঝা গ) মালাধর বসু ।
১.১৪) শিবাঙ্গীর মাতার নাম কি) মীরাবাঈ খ) লক্ষীবাঈ গ) জিজাবাই ।
১.১৫) থালসা বাহিনী গঠিত হয়েছিল ক)১৬৬৫ খ্রিস্টাব্দে খ)১৬৭৪খ্রিস্টাব্দে গ)১৬৯৯ খ্রিস্টাব্দে।
১.১৬) ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে ২৬শে নভেম্বর খ)১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬
শে নভেম্বর গ)১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি ।
১.১৭) ভারত সরকারের কাজকর্ম চালানাের জন্য বিভাগ তৈরি করা হযেছে ক)২টি খ) ৩টি গ)৪টি।
Answers
Answered by
0
Answer:
1)গ্রন্থসাহেব।
2)রাজস্থান
3)গুরু নানক।
4)রামানন্দের।
5)হিন্দি ভাষায়
6)মইনুদ্দিন চিশতী
7)১৪৮৫খ্রিস্টাব্দে
8)শ্ৰীমন্ত শংকরদেব
9)শেরশাহ
10)ফতেপুর সিক্রি
11)হায়দ্রাবাদে
12)আব্দুস সামাদ্
13)কৃত্তিবাস ওঝা
14)জিজাবাই ।
16)১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি ।
17)২টি
Explanation:
Hey mate!!
Here is your answer, please mark as brainleist
Answered by
0
Answer:
i dont understand this language next if you send pls in proper language so tha i can answer question
Explanation:
pls make me as your brainlist
Similar questions