উদ্দিপকে আলোকে শান্তর ভিন্ন ধরণের অনুভুতি হওয়ার কারন বিশ্লেষণ কর?
Answers
Answer:
I don't understand language soory dear friend
Answer:
পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে একই কাপড়ে দুই সময়ে
দুই ধরনের অনুভূতি লাগে।
উদ্দীপক হতে দেখা যায় যে, শান্ত ডিসেম্বর মাসের এক সকালে শীত নিবারণের জন্য দুটি শার্ট পরেছিল কিন্তু তাতেও তার শীত কমলাে না। কারণ শান্তর শার্টটি ছিল সুতি কাপড়ের। সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি হওয়ায় দেহের তাপ সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। ফলে শরীরে ঠান্ডা লাগে। এছাড়াও শীতের সময় বাতাস বেশি ঠান্ডা থাকায় তা সুতি কাপড়ের মধ্যে দিয়ে সহজেই শরীরে লাগে। এ কারণে শান্তর স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়েছিল।
আবার একই কাপড় শান্ত যখন তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরেছিল তখন তার কাছে আরাম অনুভূত হয়েছিল। কেননা সেপ্টেম্বর মাস অর্থাৎ গরমের দিনে শরীরের তাপ বেশি থাকে। এ অতিরিক্ত তাপ সুতি কাপড় দ্বারা সহজে পরিবাহিত হয়ে দেহের
বাইরে চলে যায়। ফলে সুতি কাপড় পরিধান কারী স্বাচ্ছন্দ্য অনুভব করে।
তাই বলা যায়, একই সুতি কাপড় পরিধানে দুই সময়ে অর্থাৎ দুই ঋতুতে পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে দুই রকমের অনুভূতি লাগে।