Science, asked by irinparvin862, 5 months ago

ক) বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখ।​

Answers

Answered by sanju6789
15

Answer:

বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম হলো-

১:রূপা

২:তামা

৩:অ্যালুমিনিয়াম

৪:সোনা

৫:দস্তা

৬:পিতল

৭:লোহা

৮:টিন

৯:ইস্পাত।

বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম হলো-

১:কাচ

২:মাইকা

৩:শুষ্ক কাগজ

৪:প্যারাফিন

৫:পলিথিন

৬:চীনামাটি

৭:রবার

৮:মার্বেল পাথর

৯:শুকনো কাঠ

Answered by SparshaM
3

বিদ্যুৎ পরিবাহী :

  • যে সব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজেই পরিবাহিত হয়, তাদের বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে ।
  • যেমন : রুপোর পরিবাহিতা সবচেয়ে বেশি। গ্রাফাইট অধাতু হলেও সুপরিবাহি।
  • এছাড়া লোহা, টিন, অ্যালুমিনিয়াম ইত্যাদি।

বিদ্যুৎ অপরিবাহী:

  • যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজেই পরিবাহিত হয় না তাদের বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে।
  • উদাহরণ: কাচ, শুষ্ক কাগজ, কাঠ, পলিথিন ও বেশিরভাগ অধাতু হল কুপরিবাহী ইত্যাদি।

Similar questions