মিথেন কে সুইট গ্যাস বলে কেন
Answers
Answer:
সুইট গ্যাস হল প্রাকৃতিক গ্যাস বা বায়বীয় পদার্থ। এতে খুব কম পরিমানে হাইড্রোজেন সালফাইড থাকে এবং এই গ্যাসকে বহন করতে পারে না , তাই এই প্রাকৃতিক গ্যাসকে সুইট গ্যাস বলে। যেমন - মিথেন গ্যাস
মিথেন নামক গ্যাস টি কোল -মাইন থেকে প্রাপ্ত হয়, মিথেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় | অন্যান্য গ্যাসগুলির মত এর মধ্যে শরীর বা পরিবেশের পক্ষে বিপদজনক গ্যাস বা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে না ,তাই এর উৎপাদনে বিশেষ সমস্যা বা বিপদের আশঙ্কা থাকে না বললেই ধরে নেওয়া হয় | এর মধ্যে এছাড়া উপাদান হিসেবে সামান্য পরিমাণে প্রোপেন, বিউটেন ও CO2 মিশ্রিত থাকায়, গুণগত দিক থেকে এটি যথেষ্ট উৎকৃষ্ট হয় | ফলে এই গ্যাস থেকে পরিবেশ দূষণের আশঙ্কা প্রায় হয় না বললেই চলে | প্রকৃতিতে কোন ক্ষতি না হওয়ায়, কোন অবাঞ্চিত প্রভাবও এই গ্যাস থেকে তৈরি হয় না | তাই মিথেনকে সুইট গ্যাস বলে |