ক,
অর্থনৈতিক ব্যবস্থা কী? ব্যাখ্যা কর।
Answers
যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মধ্য থেকে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে ।
অর্থনৈতিক ব্যবস্থাসমূহকে তিন ভাগে ভাগ করা যায় ।যথা :
১)ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা (Capilistic economic system )
2) সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা (Socialistic economic system )
৩) মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা (Mixed economic system )
বিভিন্ন ধরণের অর্থব্যবস্থা্র বৈশিষ্ট গুলো নিম্নে তুলে ধরা হল ।
● ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট ঃ-
১)সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান
২)মুনাফা অর্জন
৩)উদ্যোগের স্বাধীনতা
৪)ভোক্তার সার্বভৌমত্ব
৫)অবাধ প্রতিযোগিতা
৬)মালিক শ্রমিকের বিরোধ
৭)স্বয়ংক্রিয় দামব্যবস্থা
● সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট ঃ-
১)রাষ্ট্রীয় মালিকানা
২)সামাজিক কল্যাণ
৩)ব্যক্তিগত মুনাফার সুযোগ নেই
৪)কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত
৫)শোষণহীন সমাজ ব্যবস্থা
৬)সামাজিক নিরাপত্তা
৭)ব্যক্তিগত স্বাধীনতার অভাব
৮)জাতীয় আয়ের সুষম বণ্টন
৯)ধনী গরীবের বৈষম্য থাকে না
●মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট ঃ-
১)ব্যক্তিগত ও সরকারি উভয় মালিকানা বিদ্যমান
২)স্বল্প নিয়ন্ত্রন ব্যতীত ভোগের স্বাধীনতা রয়েছে
৩)স্বল্প নিয়ন্ত্রন ব্যতীত দাম ব্যবস্থা প্রচলিত
৪)সমবায় নীতি
৫)অর্থনৈতিক পরিকল্পনা বিদ্যমান
৬) সেবা ও মুনাফা উভয় নীতি বিরজমান
৭)সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান