Science, asked by shuvosarkerlove, 5 months ago

বাংলাদেশের ভূ প্রকৃতির বিবরণ​

Answers

Answered by ItsBrainest
1

Explanation:

বাংলাদেশ অখণ্ড বঙ্গদেশের একটি অংশ। বাংলাদেশের মোট আয়তন ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এই অঞ্চলের ভূ-প্রকৃতির বর্ণনায় অত্যন্ত স্বাভাবিকভভাবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, গারো পাহাড়ি অঞ্চল, সিলেট-সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং ত্রিপুরার কথা চলে আসে। সর্বোপরি এই ভূখণ্ড তৈরির সাথে জড়িয়ে আছে হিমালয় পর্বতমালার উত্থান এবং নেপাল ও তিব্বত উপত্যাকা সৃষ্টির বিষয়। তাই এসব নিয়েই বাংলদেশের ভূপ্রকৃতি আলোচনা করা হলো।

বাংলাদেশে ভূ-প্রকৃতির কালানুক্রমিক প্রক্রিয়া:

সামগ্রিকভাবে বিচার করলে পৃথিবীর অন্যান্য ভূখণ্ডের মতোই এর সৃষ্টি রহস্য জড়িয়ে আছে পৃথিবী সৃষ্টির রহস্যের ভিতরে। পৃথিবী সৃষ্টির সূত্রে ধরেই এই অঞ্চলের ভূমি গঠন প্রক্রিয়াকে ৫টি ধাপে ভাগ করা যায়। এই ভাগগুলো হলো−

প্রথম ধাপ : প্রাগ-হিমালয়সৃষ্ট যুগ:

বিগব্যাং -এর সূত্রে বলা হয়ে থাকে, ১৩.৭৯৮± ০.০৩৭০০ কোটি বৎসর আগের একটি বিশাল বস্তুপিণ্ডের বিস্ফোরণের ফলে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল। আর আমদের সৌরজগত তৈরী হয়েছিল ৫০০ থেকে ৪৬০ কোটি বৎসর আগে। তখনকার পৃথিবী ছিল একটি সুবৃহৎ গ্যাসের গোলক। ৪৫০ কোটি বৎসরের ভিতর গ্যাসীয় গোলক ঠাণ্ডা হয়ে– পৃথিবীর উপরিভাগে কঠিন ত্বকের সৃষ্টি হয়েছিল। অজস্র অগ্ন্যুৎপাত, ঝড়, কঠিন ভূমির পরস্পরের ঠোকাঠুকিতে ভূখণ্ডের ভাঙাচোরা চলেছিল কোটি কোটি বছর ধরে।

একসময় ক্রমবিবর্তনের ধারায় সৃষ্টি হয়েছিল আদি সমুদ্র এবং মহাদেশগুলো। প্রায় ৩৫ কোটি ৬০ লক্ষ বৎসর আগে প্যালোজোয়িক (Paleozoic) যুগের কার্বোনিফেরাস (Carboniferous) অধিযুগ-এ ভারতীয় পাত গভীর অরণ্যে ঢাকা ছিল। কালক্রমে এই অঞ্চল মাটির নিচে চাপা পড়ে গেলে গাছগুলো কয়লায় পরিণত হয়।

পৃথিবীর মহাদেশ ও তার ক্রমবিবর্তন-এর ধারায় জানা যায়, ৩৮ কোটি বৎসর আগে ওল্ডেরিয়া নামক প্রাচীন মহা-মহাদেশ বিভাজিত হয়ে যায় এবং নতুনভাবে সজ্জিত হতে থাকে। এরই ভিতরে ৩৬ কোটি বৎসর আগে কারু বরফযুগের সূচনা হয়েছিল এবং শেষ হয়েছিল ২৬ কোটি বৎসর পূর্বে। দক্ষিণ আফ্রিকার কারু (Karoo) অঞ্চলে এই বরফযুগের সুষ্পষ্ট নমুনা পাওয়া গিয়েছিল। এই কারণে এই বরফযুগকে কারু বরফযুগ বলা হয়। বরফ-শীতল পৃথিবীতে ৩০ কোটি বৎসর আগে জন্ম নিয়েছিল ইউরোমেরিকা নামক একটি মহাদেশ। একই সময় একটি বড় মহা-মহাদেশ তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন প্যাঙ্গিয়া। ২৯ কোটি ৯০ লক্ষ বৎসর আগে পার্মিয়ান (Permian) যুগের সূচনা হয়েছিল। আর শেষ হয়েছিল ২৫ কোটি ১০ লক্ষ বৎসর আগে।

মেসোজোয়িক যুগ-এর অন্তর্গত ট্রায়াসিক (Triassic) অধিযুগের শুরুতে (২৫ কোটি বৎসর আগে) এই বৃহৎ মহা-মহাদেশটি অখণ্ড ছিল। কিন্তু ভিতরে ভিতরে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া ছিল। মূলত ২০ কোটি বৎসর আগে উভয় মহা-মহাদেশটি স্পষ্টভাবে পৃথক ভূখণ্ড হিসাবে আত্মপ্রকাশ করে। মেসোজোয়িক যুগ-এর অন্তর্গত জুরাসিক অধিযুগে (২০ কোটি বৎসর আগে) গোণ্ডোয়ানা উত্তর আফ্রিকা অংশের সাথে যুক্ত ছিল এ্যান্টাক্টিকা পাত সঞ্চালন মতে, ভারতীয় পাতটি মূলত প্রাচীন গোণ্ডোয়ানা (Gondwana) মহাদেশের সাথে যুক্ত ছিল।

ItsBrainest.

Similar questions