১. মাউন্টব্যাটেন প্রস্তাব’ কী?
২. কোন্ কোন্ ভূখণ্ড নিয়ে
পাকিস্তান রাষ্ট্র গড়ে ওঠে?
৩. “আজাদ কাশ্মীর’ কী?
Answers
Answer:
১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন জয়লাভ করলেও যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম, নৌ বিদ্রোহ ,একাধিক সশস্ত্র বিপ্লব ও গণ বিদ্রোহের চাপে ভারতে ব্রিটিশ শক্তির পতনের দিন ঘুনিয়ে আসে। অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবিতে অনড় থাকে ।লীগের উদ্যোগে কলকাতা প্রত্যক্ষ সংগ্রাম এবং নোয়াখালীর দাঙ্গায় প্রচুর মানুষ নিহত হয়। এরকম অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে বড়োলাট লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একটি পরিকল্পনা ঘোষণা করেন । এটি মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন রোয়েদাদ নামে পরিচিত।
২. সিন্ধু, বেলুচিস্তান , উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব , পূর্ব বাংলা ও আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়েছে।
৩. যখন পাকিস্তান "পাঠান কুবলিস" এর সাহায্যে কাশ্মীর আক্রমণ করে সেই পরিস্থিতিতে হরি সিং, শেখ আব্দুল্লা ও বলল ভাই প্যাটেলের মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর জম্মু-কাশ্মীর কে ভারত ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় (১৯৪৭)। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি হানাদারদের বিতাড়িত করে। রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদ দুই পক্ষকে ওই স্থান থেকে সরে যেতে বলে কিন্তু পাকিস্তান কাশ্মীরের ১/৩ ভাগ জোর করে দখল করে । যা আজাদ কাশ্মীর নামে পরিচিত।
যদি ভালো লাগে তো follow করো।