World Languages, asked by arupnaakar, 5 months ago

সাধু থেকে চলিতে রূপান্তর করে :
বর্ষা রীতিমতাে নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডীমণ্ডপে পিওনের প্রত্যাশায় বসিয়া থাকে।
সাধু কর্মকারের ঘরের চালা হইতে গােলা পায়রার দল ভিজতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে
রায়েদের পশ্চিম থরের কার্নিশে অসিতেছে , চাহিয়া চাহিয়া দ্যাখে। ৩
Isos, ০rare rass 71​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

বর্ষা রীতিমতো নেমেছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডীমণ্ডপে পিওনের অপেক্ষায় বসে থাকে। সাধু কর্মকারের ঘরের চালা থেকে গােলা পায়রার দল ভিজতে ভিজিতে ঝটাপট করে উড়তে উড়তে রায়েদের পশ্চিম থরের কার্নিশে আসছে , চেয়ে চেয়ে দ্যাখে।

Similar questions