Chinese, asked by sayeeduddin018341396, 6 months ago

কম্পিউটার র্যাম ও রমের মধ্যে পার্থক্যগুলাে বর্ণনা কর​

Answers

Answered by BTSARMYAARTI
2

Explanation:

র‌্যাম (RAM) কি?

কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ নিয়ে র‌্যাম এলাকা গঠিত। র‌্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। র‌্যামে সব ধরনের লেখা ও পড়া যায়। র‌্যামে তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে, ফলে র‌্যামের সব তথ্য অস্থায়ীভাবে থাকে। বিদ্যুৎ চলাচল বন্ধ হলে কিংবা অন্য কোনো কারণে কম্পিউটার ব্যবহার বন্ধ হয়ে গেলে র‌্যামে থাকা ডেটা ও প্রোগ্রাম মুছে যায়। কম্পিউটার আবার চালু করলেও ঐসব তথ্য ফিরে পাওয়া যায় না। এজন্য র‌্যামকে কম্পিউটারের অস্থায়ী মেমোরি বলা হয়। আর তাই কাজ করার সময় কিছুক্ষণ পর পর তথ্য বা ডেটা সেভ (Save) করতে হয়। র‌্যাম দু'ধরনের হয়। যথ– DRAM (Dynamic RAM) ও SRAM (Static RAM)

Similar questions