আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের এদের বৈশিষ্ট্য লেখ?
Answers
Answered by
0
Answer:
আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা হল প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং মাশরুম হল ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত।
প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যঃ নিচে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হল-
(ক) এই রাজ্যের জীব দেহের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত।
(খ) এরা এককোষী।
(গ) একক বা দলবদ্ধ থাকতে পারে।
ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্যঃ নিচে ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হল-
(ক) দেহে ক্লোরোফিল না থাকায় বর্ণহীন।
(খ) ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
(গ) এরা সাধারণত পানিতে বাস করে না।
(ঘ) এরা আলো-অন্ধকার উভয় পরিবেশে বাঁচতে পারে।
(ঙ) এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি।
Step-by-step explanation:
please mark me as brainliest.
Similar questions