আরও ৫০ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এল। শিক্ষার্থীদের ওই মজুত খাদ্যে কতদিন চলবে?
(খ) তৃষার কাছে ১০০ টাকা আছে। ৪০০০ গ্রাম চালের দাম ১৬০ টাকা। সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে?
(গ) ৪০ জন লােকের ১৯০ দিনের খাবার মজুত আছে। ৩০ দিন পর ৮ জন লােক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন
অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
(ঘ) একটি বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করে নাম লেখো।
(ঙ) ১০ মিটার লম্বা একটি দেয়াল ২ দিনে তৈরি করতে হবে। প্রথম দিনে ৫.৫ মিটার দেয়াল তৈরি হল। দ্বিতীয় দিনে
কতটুকু দেয়াল তৈরি করতে হবে?
(চ) ৮ জন দরজির কিছু জামা তৈরি করতে ২০ দিন সময় লাগে। কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও ২ জনকে
আনা হল। এখন তারা কতদিনে কাজটি শেষ করবে?
(ছ) সমান পরিসীমাবিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ
২০ মিটার। প্রতিমিটার বেড়ার জন্য ৭ টাকা খরচ হলে, বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে?
(ক) বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ২০০ জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য ১০ দিনের খাবার মজুত ছিল।
Answers
Answered by
5
Answer:
Sorry bhai এটা কথা কওঁ শুনা brainly তুমি যি বোৰ language মানে bengali সকলোৱে বুজি নাপায় সেই বাবে তুমি ইয়াত bengali ভাষা ব্যৱহাৰ কৰিব নোৱাৰ।
Similar questions