Social Sciences, asked by henan56, 4 months ago

খ) সামাজিক পরিবর্তনের ২টি উদাহরণ দাও।

Answers

Answered by PegasusJustin
65

উত্তর: সাধারনত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়ন কে বোঝায়।

সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নে-

১. বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে।

২. শিক্ষাপ্রতিষ্ঠানে হাতে-কলমে পড়ালেখা করানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে।

Answered by payalchatterje
0

Answer:

সামাজিক পরিবর্তন বলতে সাধারণ কথায় বলা যায় সামাজিক প্রথা, রীতিনীতি, মূল্যবোধ ,সংস্কৃতি এবং সামাজিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তনশীল লাভ করা। অর্থাৎ সমাজ কাঠামোর একরূপ থেকে অন্য রূপে রূপান্তর কে সামাজিক পরিবর্তন বলা হয়।

উদাহরণঃ

১। কেরোসিনের আলােয় সন্ধ্যাপ্রদীপ, উনুনে গাছের ডালের আগুন ,এসবের স্থলে অধিকার নিয়েছে‌ বিদ্যুতের ঝলক- এটিও একটি সামাজিক পরিবর্তন।

২। শিক্ষাপ্রতিষ্ঠানে হাতে কলমে পড়ানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছ।

Similar questions