Science, asked by mdsagor7124, 4 months ago

৪। বয়:সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা
প্রয়ােজন কেন? এ সময় স্কুলের সাথে খাপ-
খাওয়ানােয় তুমি কী কী করতে পারাে?​

Answers

Answered by arijeetsaha11
0

বয়ঃসন্ধি কালে‌ আমাদে দেহে বিভিন্ন‌ দৈহি ও‌ শারিক পরিবর্তন দেখা দেয় যা প্রত্যক্ষ ভাবে আমাদের মনের প্রভা ফেলে,যেমন:

  • বিভিন্ন হরমোনের ক্রিয়ায় আমাদের গলার স্বর পরিবর্তন হয়
  • মুখে বিভিন্ন গ্রন্থির কার্যকারিতার লে ব্রণ ফুসকুড়ি এরকম নানা সমস্যা দেখা যায়
  • পিটুইটারি গ্রন্থির গ্রোথ হরমোনের ফলে আমাদের‌ উচ্চতার পরিবর্তন দেখা যায়

এইসব পরিবর্তন অনেক সময় অনেকেরই জানা থাকে না যার জন্য তারা অনেক সময় মানসিক সমস্যায় ভুগে এবং এগুলি কী নিয়ে খুব চিন্তা করতে থাকে কিন্তু এগুলি কোন চিন্তার বিষয় না এগুলি হল আমাদের বয়সন্ধিকালের পরিবর্তন তাই বয়সন্ধিকালের মানসিক সমস্যা থেকে দূর হতে আমাদের এই বয়সন্ধিকালে বিভিন্ন পরিবর্তন সম্পর্কে জানা দরকার

Similar questions