Physics, asked by tajiurrahaman742159, 6 months ago

জাড্য কাকে বলে? জাড্য কই প্রকার?

Answers

Answered by theking20
8

জাড্য-  

যে ধর্মের জন্য জড়বস্তু নিজের গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় বা যে ধর্মের জন্য জড়বস্তু নিজে যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকতে চায় সেই ধর্মকে পদার্থের জাড্য ধর্ম বা জড়তা (Inertia) বলে।

জাড্যের সূত্র হল নিউটনের প্রথম গতিসূত্র। বস্তুর জাড্য মাপা হয় বস্তুর ভর দিয়ে।

পদার্থের জাড্য ধর্ম দুই প্রকার-

  • স্থিতি জাড্য (Inertia of rest)- জড় বস্তু চিরকাল স্থির অবস্থায় থেকে যায় বাইরে থেকে বল প্রয়োগ না।

  • গতিজাড্য (Inertia of Motion)- গতিজাড্য হল গতিশীল বস্তুর চিরকাল সমবেগে একই সরলরেখায় চলার প্রবণতা।
Answered by bhgrthgarai
1

Answer:

কোন বস্তু নিয়ে যে থেকে তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকে। অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে বস্তুর জাড্য বলে।

Explanation:

জাড্ড দুই প্রকার যথা ১।গতি জাড্য

২। স্থিরজাড্য

Similar questions