উদ্দিপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারন বিশ্লেষন কর
Answers
Answer:
পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে একই কাপড়ে দুই সময়ে দুই ধরনের অনুভূতি লাগে। উদ্দীপক হতে দেখা যায় যে, এক লোক ডিসেম্বর মাসের এক সকালে শীত নিবারণের জন্য দুটি শার্ট পরেছিল কিন্তু তাতেও তার শীত কমলাে না। কারণ সেই লোকটির শার্টটি ছিল সুতি কাপড়ের। সুতি কাপড়ের তাপ পরিচলন ও পরিবহন ক্ষমতা বেশি হওয়ায় দেহের তাপ সহজেই বেরিয়ে বাইরে যেতে পারে। ফলে শরীরে ঠান্ডা লাগে। এছাড়াও শীতের সময় বাতাস বেশি ঠান্ডা থাকায় তা সুতি কাপড়ের মধ্যে দিয়ে সহজেই প্রবেশ করে। এ কারণে লোকটির স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়েছিল।
আবার একই কাপড় এক লোক যখন তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরেছিল তখন তার কাছে আরাম অনুভূত হয়েছিল। কেননা সেপ্টেম্বর মাস অর্থাৎ গরমের দিনে শরীরের তাপ বেশি থাকে। এই অতিরিক্ত তাপই সুতির কাপড় দিয়ে সহজেই পরিবাহিত হয়ে দেহের বাইরে চলে যায়। ফলে সুতি কাপড় পরিধানকারী স্বাচ্ছন্দ্য অনুভব করে।
এই কারণেই বলতে পারি, একই সুতি কাপড় পরিধানে দুই সময়ে অর্থাৎ, দুই ঋতুতে পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে দুই রকমের অনুভূতি লাগে।