India Languages, asked by hmillsonbru, 5 months ago

৮। নিচের শব্দগুলি দিয়ে এক একটি বাক্য রচনা কর ।
সজল, বিদ্রোহ, কথাবার্তা, উচ্ছ্বসিত, কৌতূহল, উদরপূর্তি, উদাস।

Answers

Answered by msuranjana842
3

Answer:

সজল- গল্পটি পড়ে তার নেত্রদ্বয় সজল হয়ে উঠল।

বিদ্রোহ- সাঁওতাল দের বিদ্রোহ কে ' হুল ' বলা হয়।

কথাবার্তা - মাষ্টারমশাই নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বারণ করছেন।

উচ্ছ্বসিত - মিনি উচ্ছ্বসিত কন্ঠে গান গেয়ে উঠল।

কৌতুহল- বেশী কৌতুহল ভালো নয়।

উদরপূর্তি- আরশোলাটা দিয়ে পিঁপড়ে গুলো উদরপূর্তি করছে।

উদাস- উদাস বাউল একতারা হাতে মেঠো পথে এগিয়ে চলেছে।

make me brainliest

Answered by Swarup1998
5

বাক্যরচনা :

  • সজল - সজন নেত্রে শিশুটি তার মায়ের দিকে তাকালো।

  • বিদ্রোহ - আমাদের যতো বিদ্রোহ, আমাদের যতো আন্দোলন, সবই আমাদের নিজেদের মধ্যে।

  • কথাবার্তা - লোকটির কথাবার্তা শুনে মনে হয়েছিল যে উনি বেশ শিক্ষিত।

  • উচ্ছ্বসিত - আজ আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সবাই উচ্ছ্বসিত।

  • কৌতূহল - অতিরিক্ত কৌতূহল কখনোই কাম্য নয়।

  • উদরপূর্তি - আর গোটা পঞ্চাশ রসগোল্লা খেলে তবেই হয়তো আমার উদরপূর্তি হবে।

  • উদাস - জানালার ধারে উদাস মনে একলা বসে বসে সময় বেশ কেটে যাচ্ছে।
Similar questions