Social Sciences, asked by dilrubayeasmin, 6 months ago

রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিদ আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো?​

Answers

Answered by shyam19548
29

Answer:

কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে কিন্তু প্রতিবশী যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তাদের প্রতি অবশ্যই আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। স্বাস্থ্য বিধি মোতাবেক তাদের সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব।

কারন এ অবস্থায় এমনিতেই আক্রান্ত ব্যক্তি মানসিক ভাবে ভেঙ্গে পরে উপরন্তু যদি প্রতিবেশীরা সহানুভূতিশীল না হয় তাহলে আক্রান্ত ব্যক্তি আরো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।

Answered by shorifkflgmailcom
2

Answer:

প্রথমোত আমার আম্মু তো আমাকে বাহিরেই যেতে দেনা

Similar questions