Social Sciences, asked by dilrubayeasmin, 6 months ago

রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিদ আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো?​

Answers

Answered by hhr77342
1

Answer:

Explanation:

কই

Answered by poonammishra148218
0

Answer:

কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে কিন্তু প্রতিবশী যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তাদের প্রতি অবশ্যই আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। স্বাস্থ্য বিধি মোতাবেক তাদের সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব।

কারন এ অবস্থায় এমনিতেই আক্রান্ত ব্যক্তি মানসিক ভাবে ভেঙ্গে পরে উপরন্তু যদি প্রতিবেশীরা সহানুভূতিশীল না হয় তাহলে আক্রান্ত ব্যক্তি আরো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।

Explanation:

Step 1: কোভিড-১৯ এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজেটিভ রােগী সনাক্ত হয়।

পাড়া-প্রতিবেশিরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যােগাযােগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দূর্ভোগ লাঘব করেন।

Step 2: অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন হল রনিদের এলাকার মতাে পরিস্থিতিতে তােমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন কর। সুতরাং আমরা আজকে আপনাদের এই প্রশ্নের সমাধান করব। তাই আমাদের এই পোষ্ট থেকে আপনি আপনার বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।

Step 3: আপনি আপনার অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নের সমাধান পেতে চাইলে, আমাদের পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়ুন। কারণ আমাদের এই পোস্টে আপনাদের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর প্রশ্নের সমাধান করা হয়েছে।

Learn more about similar questions visit:

https://brainly.in/question/54528866?referrer=searchResults

https://brainly.in/question/28675422?referrer=searchResults

#SPJ3

Similar questions