ক) জি, এম, ফসল বলতে কি বুঝ?
খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।
Answers
ক) জি, এম, ফসল বলতে কি বুঝ?
জি. এম. বা জেনেটিক্যালি মডিফায়েড হল উদ্ভিদের জিনকে মডিফাই বা পুনঃবিন্যাস করে ঐ উদ্ভিদের ফলন বাড়ানো। আর এভাবে উৎপাদিত ফসলকে জি.এম. ফসল বলা হয়।
হাইব্রিড সবকিছুই জি.এম. ফসল। তবে এইধরনের ফসল প্রাকৃতিক প্রতিরূপ তুলনায় বিষাক্ত, এলার্জিনিক বা কম পুষ্টি হতে পারে।
______________________________________
খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।
বাংলাদেশ ও ভিয়েতনাম দুটিই উন্নয়নশীল দেশ। দুটি দেশের ভিতরে অর্থনীতিতে অনেক মিল রয়েছে। দুটি দেশের ফসল প্রায় একই রকম । দুটি দেশের প্রধান ফসল হলো ধান,পাট,চা, রাবার ইত্যাদি প্রায় একই। উভয় দেশ কৃষি নির্ভর। বাংলাদেশে মোট জনসংখ্যার কৃষি জীবী ৭০% এবং ভিয়েতনাম মোট জনসংখ্যার কৃষি জীবী৫৭%। বাংলাদেশ স্বাধীন হয় 1971 এবং ভিয়েতনাম একত্রিত হয় 1976সালে। বাংলাদেশর মাথা পিছু আয় ২০৬৪ ডলার এবং ভিয়েতনামের মাথা পিছু আয় ৩৫০০ ডলার। তবে ভিয়েতনাম বাংলাদেশর তুলনায় দ্রুত গতিতে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সুতরাং বাংলাদেশ ও ভিয়েতনাম উন্নয়ন মুখী।
Explanation:
Answer:
বোর্ড বইয়ে আছে।আমিও বই থেকে লেখছি ।