CBSE BOARD XII, asked by Sheikhrobel48, 6 months ago

১ জান্নাত মহল ‘ক’ সাম্রাজ্যের সম্রাজ্ঞ। তাঁর এক সুবাদার তাঁর নিকট আনুগত্যের
নিদর্শন স্বরূপ নগদ অর্থসহ বিপুর পরিমান উপঢৌকন পাঠান। কিন্তু পথিমধ্যে 'X' নামক
স্থানে উপঢৌকন লুষ্ঠিত হলে জান্নাত মহল সে অঞ্চলের রাজার নিকট ক্ষতিপূরণ দাবী
করেন। রাজা 'S' ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে সম্রাজ্ঞী ক্ষুব্ধ হন ও অপমান বােধ
করেন। তিনি ভাইয়ের ছেলে সেলিম শাহের নেতৃত্বে 'S' রাজার রাজ্যে যান প্রেরণ
করেন।
ক. ভারত বর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজ বংশের নাম কি?

খ. তরাইনের দ্বিতীয় যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে ‘S' রাজার রাজ্য আক্রমনের কারণের সাথে আরবদের সিন্ধু বিজয়ের কোন
কারণ সামঞ্জস্য পূর্ণ ব্যাখ্যা কর।
ঘ, আরবদের সিন্ধু বিজয়ের উক্ত কারণ ছাড়াও আরও কারণ আছে-বিশ্লেষণ কর।
* কতর-উল-আলম নামের জনৈক সুলতান ২৫ বছরে ১৫ বার ‘খ” নামক অঞ্চলে অভিযান

Answers

Answered by gyan057
0

Explanation:

তরাইনের দ্বিতীয় যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে ‘S' রাজার রাজ্য আক্রমনের কারণের সাথে আরবদের সিন্ধু বিজয়ের কোন

কারণ সামঞ্জস্য পূর্ণ ব্যাখ্যা কর।

ঘ, আরবদের সিন্ধু বিজয়ের উক্ত কারণ ছাড়াও আরও কারণ আছে-বিশ্লেষণ কর।

* কতর-উল-আলম নামের জনৈক সুলতান ২৫ বছরে ১৫ বার ‘খ” নামক অঞ্চলে অভিযান

Similar questions