Science, asked by md4426016, 3 months ago

দীপকটি পড় ও নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।
ও উন্নয়ন কোভিচ-১৯ এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি
কাভি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে
একজন কাভিউ পজেটিত রােগী সনাক্ত হয়। পাড়া-প্রতিবেশিরা সবাই তাদের
বাড়ির সাথে সব ধরনের যােগাযােগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহা?
পরিস্থিতিতে পড়ে। এলাকার খেচ্চাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য
ও (যাগাযােগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন।

s
ক) সাংস্কৃতিক আত্তীকরণ বলতে কি বুঝায়?
খ) সামাজিক পরিবর্তনের ২টি উদাহরণ দাও।
গ) রনিনের এলাকার মতাে পরিস্থিতিতে তােমার এলাকায় কোভিড় আক্রান্তদে
জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়
তার একটি তালিকা প্রণয়ন কর।
ঘ) উদীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আমাদে
সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা কর।​

Answers

Answered by BrettRivera
5

Answer:

Explanation:

নবম গণিত ৪র্থ এসাইনমেন্ট সমাধান – রেখা, কোণ ও ত্রিভুজ, বীজগাণিতিক রাশি

আমার ঘরে আমার স্কুল এর ২৬ নভেম্বর পর্যন্ত নতুন রুটিন প্রকাশিত

নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া

উদ্দীপকটি পড় ও নিচের প্রশ্নগুলাের উত্তর দাও:

কোভিড-১৯ এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজেটিভ রােগী সনাক্ত হয়।

 

পাড়া-প্রতিবেশিরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যােগাযােগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দূর্ভোগ লাঘব করেন।

ক) সাংস্কৃতিক আত্তীকরণ বলতে কি বুঝায়?

খ) সামাজিক পরিবর্তনের ২টি উদাহরণ দাও।

গ) রনিদের এলাকার মতাে পরিস্থিতিতে তােমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন কর।

ঘ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা কর।

তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই-

ক) সাংস্কৃতিক আত্তীকরণ বলতে কি বুঝায়?

উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে, তাকে সাংস্কৃতিক আত্তীকরণ বলে।

খ) সামাজিক পরিবর্তনের ২টি উদাহরণ দাও।

উত্তর: সাধারনত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়ন কে বোঝায়।

সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নে-

১. বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে।

২. শিক্ষাপ্রতিষ্ঠানে হাতে-কলমে পড়ালেখা করানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে।

গ) রনিদের এলাকার মতাে পরিস্থিতিতে তােমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবা মূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন কর:

উত্তর: রনিদের এলাকার মতো পরিস্থিতিতে আমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে যে ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন করা হলো-

১. গণপরিবহন এড়িয়ে চলার জন্য সাধারণ জনগণকে সচেতন করতে পারি।

২. মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে পারি।

৩. কর্মক্ষেত্রে অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি।

৪. জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি।

৫. করমর্দন ও কোলাকুলির মাধ্যমেও কোভিড ছড়াতে পারে। তাই এ ব্যাপারে সচেতন করতে পারি।

৬. করোনা আক্রান্তদের আর্থিকভাবে সহায়তার জন্য জনমত গড়ে তুলতে পারি।

৭. আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম গঠন করতে পারি।

৮. দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দূরত্ব ২ হাত বা ৩ ফুট হতে হবে এ ব্যাপারে জানাতে পারি।

আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোভিড আক্রান্তদের সংস্পর্শে যেতে চান না, আক্রান্তদের  সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে। যা হীন মানসিকতার পরিচায়ক।

Similar questions