মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
Answers
Answered by
52
Answer:
কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রদের শব ব্যবচ্ছেদ শিক্ষার প্রয়োজন হয়। কিন্তু তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বঙ্গীয় সমাজে শব ব্যবচ্ছেদ করলে সমাজে পতিত বা একঘরে হওয়ার ভয় ছিল। এজন্য কোনো ছাত্র শব ব্যবচ্ছেদে রাজি হত না। এই পরিস্থিতে কলকাতা মেডিকেল কলেজের বাঙালি ছাত্র মধুসূদন গুপ্ত শব ব্যবচ্ছেদ করে এক যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিলেন ।
Answered by
0
Answer:
পণ্ডিত মধুসূদন গুপ্ত (1800 - 15 নভেম্বর 1856) ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ (বৈদ্য) অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি পাশ্চাত্য চিকিৎসায়ও প্রশিক্ষিত ছিলেন এবং ১৮৩৬ সালে কলকাতা মেডিকেল কলেজে (সিএমসি) ভারতে প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন।
Similar questions